মনে কি প্রশ্ন জাগে?

1. প্রশ্ন: এই বইয়ে completing sentence এর যে নিয়মগুলো আছে সেগুলো পড়লেই কি হবে নাকি এর বাইরে আরো পড়তে হবে?
উত্তর: এই বইয়ে completing sentence এর সকল গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। আমি মনে করি HSC বা আলিম পরীক্ষার জন্য এগুলোই যথেষ্ট। তবে এ যে exercise দেয়া আছে সেগুলো শেষ করে আরো অনুশীলন করতে পারো। এক্ষেত্রে তোমরা Model Question বই অথবা Test Paper এর সাহায্য নিতে পারো।
2. প্রশ্ন: উত্তর করার সময় কি প্রশ্নে উল্লেখিত অংশটি লিখতে হবে?
উত্তর: হ্যাঁ, উত্তর করার সময় প্রশ্নে উল্লেখিত অংশটি খাতায় উঠিয়ে তোমার লিখা answer অংশটি underline করবে। যদি প্রশ্নে দুই বা অধিক sentence থাকে তাহলে শুধু অসম্পূর্ণ অংশের বাক্যটি লিখলেই হবে।
(a) I think you are not regular in studies. Be attentive lest ____________________.
এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখলেই হবে-
Ans. Be attentive lest you should fail in the examination.
3. প্রশ্ন: কোন একটি word বা বানান ভুল হলে কি ঐ উত্তরে সম্পূর্ণ মার্কস কাটা যাবে?
উত্তর: কোন একটি word বা বানান ভুল হলে ঐ উত্তরে সম্পূর্ণ মার্কস কাটা যেতে পারে। লক্ষ্য কর-
a) If I were rich, I would buy a lot of book.
b) It would be nice if you stoped gambling.
a) নং বাক্যের উত্তরে meaning এবং verb এর ব্যবহারে ভুল নেই কিন্তু এখানে book শব্দটির plural ‘books’ হবে। (b) নং বাক্যে stopped বানানটি ভুল হয়েছে। Meaning এবং grammar এর অন্য কোন ভুল নেই। এ দুটো ক্ষেত্রেই শিক্ষার্থী মার্কস বঞ্চিত হতে পারে। অতএব উত্তর করার ক্ষেত্রে meaning এবং grammar এর পাশাপশি spelling এর ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
4. প্রশ্ন: অনুশীলন করার সময় বইয়ে দেওয়া উত্তরের সাথে আমার উত্তর মিলেনি। আমি কি মার্কস পাব?
উত্তর: Completing sentence এর উত্তর অনেক ভাবে লেখা যেতে পারে। Meaning এবং grammar ঠিক থাকলে আশা করি মার্কস পাবে।
5. প্রশ্ন: আমি ইংরেজিতে খুবই দুর্বল। নিয়ম মনে রাখতে পারি না। পাস করার জন্য কি কোন shortcut রাস্তা আছে?
উত্তর: আসলে সকল শিক্ষার্থীর দক্ষতা সমান হয় না । কিন্তু নিয়মিত পড়াশোনার মাধ্যমে দুর্বলতা সহজেই কাটিয়ে উঠা যায়‌।
এই বইয়ে … নং পৃষ্ঠায় বোর্ড পরীক্ষার প্রশ্নসমূহ বিশ্লেষণ করে গুরুত্বের ভিত্তিতে একটি টেবিল দেওয়া আছে। যেই linker বা conjunction বোর্ড পরীক্ষায় বেশি ব্যবহৃত হয়েছে সেগুলো আগে পড়ো এবং সময় থাকলে বাকিগুলো পড়ে নিও। আশা করছি ভালো করবে।